ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

17 July 2021, 10:00:27

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় লিটন-সাকিবের ব্যাটে-বলের নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে টাইগাররা।

প্রথম ম্যাচে লিটন দাসের (১০২) সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১২১ রানে অলআউট হয়ে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হেরে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব।

রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে।

আগের ম্যাচে জয় পাওয়ায় হয়তো এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনবে না বাংলাদেশ দল। প্রথম ওয়ানডের সেই একাদশ নিয়েই মাঠে নামতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম ওয়নাডেতে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আনলেও আনতে পারে।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: