‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধ নোটিশ, কানাডায় বাংলাদেশি ১০ বুদ্ধিজীবীর প্রতিবাদ
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নোটিশের প্রেক্ষিতে কানাডার অভিবাসী ১০ বিশিষ্ট ব্যক্তি গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
তারা হলেন ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ভাষাবিজ্ঞানী ড. শিশির ভট্টাচার্য্য, চিত্রশিল্পী রাকীব হাসান, কথাশিল্পী নাহার মনিকা, সাংবাদিক সুমন রহমান, শহিদুল হক মিন্টু, মাহবুব ওসমানী, সুব্রত নন্দী ও জর্জ রয়।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এই নোটিশ আবহমান বাংলার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। একই সঙ্গে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার সর্বজনীন উৎসবে আঘাত হানা। যা পাকিস্তানি প্রেত্মাতার ছায়া প্রতিফলন। তাই তারা এই উদ্দেশ্যপ্রণোদিত নোটিশের নিন্দা এবং প্রতিবাদ করেছে।
প্রতিবারের মতো এবারও আগামী ১৬ এপ্রিল (রোববার) টরন্টোর ডেনফোর্থের বাংলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট জনরা বিবৃতিতে প্রবাসী বাঙালিদের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: