ইন্টারনেট
হোম / প্রবাস / বিস্তারিত
ADS

সান দিয়েগোতে ট্রি-হাউজে সাহিত্য-আড্ডা এবং কবিতা পাঠ

2 September 2022, 11:39:48

আমেরিকার সান দিয়েগো শহরের হামুল এলাকার খুনি আই আদিবাসী সম্প্রদায়ের একটি ঐতিহাসিক রাজবাড়ির ট্রি-হাউজ তথা বৃক্ষবাড়িতে প্রাকৃতিক পরিবেশে শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ৫টায় এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই আসরে অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ জামান। তিনি স্প্যানিশ ভাষা এবং বাংলাভাষার অনুবাদের চুলরেরা চালচিত্র তুলে ধরেন।

এছাড়াও বাংলা কবিতা এবং কথাসাহিত্য নিয়ে দীর্ঘ আলোচনার পর কবিতা পড়েন নাহার মনিকা, রাকীব হাসান এবং সাইফুল্লাহ মাহমুদ দুলাল।

পাহাড়, নদী, বন-জঙ্গলে ঘেরা ট্রি-হাউজে সাহিত্য-আড্ডার পর প্রশান্ত মহা সাগরের পাড়ে ম্যাক্সিকোর করটেজ ইন এনসেনেদায় আজ সন্ধ্যায় আরেকটি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে গল্প পাঠ করেন নাহার মনিকা। আলোচনায় অংশ নেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাশিল্পী শাহাব আহমেদ এবং অনুবাদক আনিসুজ জামান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: