ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

জয়পুরহাটে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের আমীরসহ ৫ জন আটক

3 June 2021, 12:01:03

গোপন বৈঠক চলাকালে জয়পুরহাটের কালাই উপজেলা পাড়া থেকে জেলা জামায়াতের আমীরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, আটককৃত জেলা জামায়াতের আমীর রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক মো.আব্দুর রহমান (৪৪) ও সমাজসেবা সম্পাদক এবং কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম (৪৭) ও কালাই পৌর জামায়াতের আমীর মোজাফফর হোসেন (৪৭) গোপন বৈঠক করছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদের উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমানের বাড়ি উপজেলা পাড়ায় অভিযান চালিয়ে জিহাদি বইসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালাই থানায় মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে বলে ওসি সেলিম মালিক জানিয়েছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: