ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন গ্রেপ্তার

17 October 2024, 5:55:48

সাবেক বিএনপি নেতা ও বর্তমানে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া। তিনি বলেন, ‘শমসের মবিনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।’

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শমসের মবিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শমসের মবিনের বনানীর বাসায় অভিযান শুরু করে ডিবি। এ সময় বাসাটি ঘিরে রাখেন ডিবির সদস্যরা।

এর আগে বুধবার দুপরে সস্ত্রীক দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ শমসের মবিনকে ফেরত পাঠায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শমসের মবিন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুরে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আমার বাসায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এসেছেন। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাকে রয়েছেন। তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে চান।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: