
বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু, মোদিক অভিনন্দন জানিয়ে জিএম কাদের

বন্ধুপ্রতিম প্রতিবেশি দেশ ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র দামোদর দাস মোদিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
রবিবার এক অভিনন্দন বার্তায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে ভারত বিশ্ব রাজনীতিতে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়েছে।’
অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বন্ধুপ্রতিম দুটি দেশের সম্পর্ক আগামীতে আরও জোড়ালো হবে বলে আশা করছি।’
সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪৪ এবং জোটগতভাবে ২৯৩ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে। বিপরীতে কংগ্রেস এককভাবে ৯৯ এবং জোটগতভাবে ২৩২ আসনে জিতেছে। গত ৫ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর রবিবার (৯ জুন) মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠনের জন্য শপথ গ্রহণ করেছে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: