ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

বিশ্ব পরিবেশ দিবস: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

9 June 2024, 11:00:56

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় শনিবার মৎস ভবন মোড় থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সঞ্চালনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. অলক কুমার পাল, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ জুয়েল।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ম. আব্দুর রাজ্জাক, আনোয়ারুল আজিম সাদেক, মুজিবুর রহমান স্বপন, খায়রুল হাসান জুয়েল, ওবায়দুল হক খান, রফিকুল ইসলাম বিটু, আজিজুল হক আজিজ, কেএম মনোয়ারুল ইসলাম বিপুলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: