ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

জনগণের জানমাল রক্ষায় রাজপথে থাকবে আওয়ামী লীগ: কাদের

5 February 2023, 6:28:40

জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বদাই রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সামনে সমমাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিএনপি ডিসেম্বরের ১০ তারিখে সরকার পতনের আন্দোলনের টার্গেট নিয়েছিল। এরপর আরও কয়েকদফা নানা আন্দোলন করেছে। কিন্তু বিএনপি আন্দোলনের টার্গেট ফেল করেছে। আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে।

কাদের আরো বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা ঘটেনি। এজন্য তারা পথ হারিয়ে নিরব পদযাত্রা করছে। আন্দোলনে হেরে গেলে নির্বাচনে বিজয়ের সম্ভাবনা থাকে না। এ কারণে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় এমন পরিবেশ, পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে।

ক্ষমরাসীন এই নেতা আরো জানান, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে। যেকোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, অন্য যেকোনো সরকার আসুক, তাতে বিএনপির কোনো আপত্তি নাই, এটি এখন তাদের লক্ষ্য বলে জানান তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: