ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী যা বললেন

25 June 2022, 10:45:47

সব চ্যালেঞ্জ মোকাবিলা করে খরস্রোতা নদী পদ্মার বুক চিড়ে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এ সেতু তৈরিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি।

বেশ কয়েকটি বিশ্বরেকর্ডের বুকে নাম উঠেছে পদ্মা সেতুর।

আর এ সবই হয়েছে নিজস্ব অর্থায়নে। বিশ্ববাসীর কাছে বিস্ময় যে বিষয়টি।

প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনটিকে ‘গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন’ অভিহিত করেছেন।

সেতু উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি এ সাফল্যের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা।

সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মাওয়াপ্রান্তে হাজির হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

স্বচক্ষে পদ্মা সেতু দেখে আর সবার মতো উচ্ছ্বসিত জাফরুল্লাহ চৌধুরী।

পদ্মা সেতু উদ্বোধনের আগে এ নিয়ে নিজের অভিব্যক্তি জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি।

সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, ‘অত্যান্ত আনন্দঘন অনুভূতি এটা। একাত্তরেও মুক্তিযুদ্ধ করতে পেরেছি। আজকে পদ্মা সেতু নিজের চোখে দেখতে পেরেছি। এটা আমার জীবনের বড় একটি আকাঙ্খা পূর্ণ হয়ে গেছে। আমি জাতির উল্লেখযোগ্য ঘটনারগুলো মধ্যে একটাতে অনুপস্থিত ছিলাম, সেটা ৭ই মার্চের ভাষণ। এছাড়া জাতির সব গুরুত্বপূর্ণ ঘটনায় আমি ছিলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে জাতির এই সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি আমি প্রধানমন্ত্রীকে আরো মহানুভব হতে অনুরোধ করছি। প্রান্তিক জনগোষ্ঠীর দিকে উনার নজর দিতে হবে। উনি অনেক ভালো কাজ করেছেন। এখন উনার সুস্বাস্থ্য কামনা করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের জীবনে হিউমারটা বেশি ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী হিউমার করে বলেছেন চুবাব বা উঠাব, এটাকে এতো বেশি সিরিয়াসলি না নিলেই হতো। উনাকে (খালেদা জিয়া) নিমন্ত্রণ দেওয়া উচিত ছিল, জামিনটা দেওয়া উচিত ছিল, তাদের আসা উচিত ছিল। আমি সৎ পরামর্শই দেই সরকারকে। আমার পরামর্শগুলোর অর্ধেকটা নেন প্রধানমন্ত্রী।’

এ সময় ড. জাফরুল্লাহ দাবি জানান, ‘পদ্মা সেতু আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। ব্যবসাবাণিজ্য বিস্তার লাভ করবে আরো। এখানে ধনীদের লাভ বেশি হবে, গরিবদের কম। সেজন্য আমি পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করে দিতে অনুরোধ করছি। আর যত বিদেশি গাড়ি এলে ডাবল টোল দিতে হবে, যে দেশই হোক না কেন।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: