ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

গুরুত্বপূর্ণ পদধারী কেউ নির্বাচনে গেলে বহিষ্কার করবে বিএনপি

6 January 2022, 6:52:24

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিএনপি। এবার দল থেকে জানানো হয়েছে, সিদ্ধান্ত অমান্য করে গুরুত্বপূর্ণ পদধারী কেউ নির্বাচনে অংশ নিলে তাদের বহিষ্কার করা হবে।

আজ বৃহস্পতিবার কালের কণ্ঠকে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলে থেকে সিদ্ধান্ত অমান্য করলে তা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বলে গণ্য হবে। গুরুত্বপূর্ণ পদধারী কেউ নির্বাচন করলে তাকে বহিষ্কার করা হবে।

তিনি জানান, নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় জেলা বিএনপির দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। বুধবার রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দুই নেতাকে অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, অব্যাহতি পাওয়া দুই নেতার মধ্যে আবু নাছের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেলগাছ এবং শহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: