- স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা
- বাংলাদেশে যাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ শুরু করলো
- ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ
- নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
- নিউজিল্যান্ডকে ২৫৪ রানে থামাল বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ‘চাপ’ দেখছে না আওয়ামী লীগ
- মার্কিন ভিসানীতি ভোগাস, সব ফাঁকা আওয়াজ: নাজমুল আলম
- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
- বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মার্কিন আন্ডার সেক্রেটারিকে প্রধানমন্ত্রী

অব্যাহতির বিষয়ে যা জানালেন তৈমুর

নারায়ণঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, দল থেকে এখনও আমাকে কিছু জানায়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালাদের তৈমুর রিক্সাওয়ালা ঠেলাওয়ালাদের কাছে ফিরে যাবো। আমি জনমানুষের তৈমুর গণমানুষের কাছে ফিরে যাবো।
আজ বিকেলে সাংবাদিকরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে তৈমুরকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমার ভাগ্যের মালিক আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কেউ আমার ভাগ্য পরির্বতন করতে পারবে না। আমি সাধারণ মানুষের দল করি। এই সংগঠনগুলো সিটি কর্পোরেশন বা পৌরসভার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের একটা দীর্ঘদিনের দাবি আমি পৌরসভা বা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবো। তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি এর আগে ২০১১ সালের নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছেন। আজ পর্যন্ত আমার দলকে প্রশ্ন করিনি কেন দল সরিয়ে দেয়া হলো, কেন প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হাতি প্রতীকে নির্বাচনে লড়ছেন। এর আগে ২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। সেবার দল সিদ্ধান্ত দিয়েছিল। দলের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছেন। আজ পর্যন্ত আমার দলকে প্রশ্ন করিনি কেন দল সরিয়ে দেয়া হলো, কেন প্রত্যাহার করা হলো।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: