ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

খুলনার ২৫ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

10 October 2021, 10:37:43

খুলনার ডুমুরিয়া, রূপসা, ফুলতলা, বটিয়াঘাটা উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি চূড়ান্ত করেছেন কেন্দ্রীয় আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটি। প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন ডুমুরিয়ার ধামালিয়ায় রেজোয়ান হোসেন মোল্লা, রঘুনাথপুর খান সাকুরুদ্দিন, রুদাঘরা মোস্তফা কামাল খোকন, খর্নিয়া আফরোজা খানম (মিতা), আটলিয়া প্রতাপ কুমার রায়, মাগুরাঘোনা রফিকুল ইসলাম হেলাল, শোভনা সরদার আব্দুল গনি, শরাফপুর এইচ এ আই এম উবাঈদ উল­াহ, সাহস শেখ আব্দুল কুদ্দুস, ভান্ডারপাড়া ডাঃ হিমাংশু বিশ্বাস, ডুমুরিয়া সদর গাজী মোঃ হুমায়ুন কবির, রংপুর রাম প্রসাদ জোদ্দার, গুটুদিয়ায় কাজী আলমগীর হোসেন, মাগুরখালী বিমল কৃষ্ণ সানা।

রূপসার নৈহাটি কামাল হোসেন বুলবুল, আইচগাতী মোঃ আশরাফুজ্জামান বাবুল ও টিএসবি জাহাঙ্গীর সেখ। বটিয়াঘাটা সদর পল­ব কুমার বিশ্বাস, সুরখালী এস কে জাকির হোসেন, ভান্ডারকোট মোঃ আবুল কালাম আজাদ।

ফুলতলা উপজেলায় আটরা-গিলাতলা শেখ মনিরুল ইসলাম, দামোদর শরিফ মোহম্মদ ভূঁইয়া শিপলু, ফুলতলা সদর মোলা আলী আযম হোসেন ও জামিরা ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী নৌকার টিকিট পেয়েছেন।

কেন্দ্রীয় আ’লীগের এক শীর্ষ নেতা বলেন, প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থীর নাম প্রস্তাবনায় ছিল। তাঁদের থেকে যোগ্য প্রার্থীকে বাছাই করা হয়েছে। আওয়ামী লীগ বড় দল এখানে ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে। তবে সবাই দলে সিদ্ধান্ত মেনে নেবে ও প্রার্থীর পক্ষে কাজ করবে। অবশ্য তালিকা সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে চাননি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: