- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু আজ
- বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন যেসব হেভিওয়েট
- দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যেসব নিবন্ধিত দল
- সাকিবের চেয়ে মাশরাফির বিরুদ্ধে লড়তে চান বেশি প্রার্থী
- নভেম্বরে রিজার্ভ কমেছে ১২৬ কোটি ডলার
- যা থাকছে এবারের কপ-২৮ সম্মেলনের আলোচনায়
- কমেছে মাছ-মাংস-ডিমের দাম, নাগালের মধ্যে সবজির দাম
- এবার যে দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- মহান বিজয়ের মাস শুরু
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ডেঙ্গি কেড়ে নিল বিএনপি নেতার প্রাণ

ডেঙ্গিজ্বরে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদীর বিশিষ্ট শিল্পপতি, ঈশ্বরদী-আটঘরিয়াসহ পুরো পাবনা জেলা বিএনপির অন্যতম নেতা ও পাকশী রিসোর্টের মালিক আকরাম আলী খান সঞ্জু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
আকরাম আলী খান সঞ্জু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।
ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হলে গত ২১ সেপ্টেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার দিবাগত রাত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
শনিবার বাদ জোহর ঢাকায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার দুই ছেলে দেশের বাইরে থাকায় তারা দেশে আসার পর রোববার ঈশ্বরদীর পাকশীতে জানাজা শেষে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে সঞ্জু খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদী-আটঘরিয়ার বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। দলের বাইরেও অনেকে তার মৃত্যুতে শোকাহত।
জীবদ্দশায় তিনি অনেক দরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতা করতেন। এলাকার অনেক যুবককে তিনি চাকরি দিয়েছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি পালনে সঞ্জু খানের সহযোগিতা ছিল উল্লেখ করার মত। অত্যন্ত মিশুক প্রকৃতির এই মানুষটি ভ্রমণ বিষয়ক বেশ কিছু গল্প লিখেছেন। এসব লেখা বেশ সুপাঠ্য।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: