ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

মহান স্বাধীনতার আদর্শকে ভূলুণ্ঠিত করেছে তারা: ওবায়দুল কাদের

14 March 2021, 9:32:43

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি নিয়েছে সেটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ, উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যে একটি দল এতদিন স্বাধীনতার আদর্শকে ভূলুণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিসর্জন দিয়েছে, মুক্তিযুদ্ধের রণধ্বনিকে নিষিদ্ধ করেছে, সর্বকালের সেরা ভাষণটিকে নিষিদ্ধ করেছে, তারাই এখন লোকদেখানো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা আজকে এই সুবর্ণজয়ন্তী পালন করছে ইতিহাসকে মুকুট দিয়ে ঢেকে দেয়ার জন্য। নতুন ষড়যন্ত্রে আবার মেতে উঠেছে। তারা স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠককে ঘোষক বলতে চায়। একদিকে ৭ মার্চ পালন করছে অপরদিকে তারা বলছে একটি ভাষণে স্বাধীনতা আসেনি।’

দেশের উন্নতি-অগ্রগতির চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই ভেবেছিলেন এ দেশ টিকতে পারবে না। সেই বাংলাদেশ পারমানবিক বোমা ছাড়া আর্থসামাজিক সব সূচককে আজকে পাকিস্তানকে পেছনে ফেলে অধম্য গতিতে এগিয়ে চলছে।’

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিজিই) গ্যালারিতে আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বিশিষ্ট কবি ও সাংবাদিক মিনার মনসুর।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: