ইন্টারনেট
ADS

চবিতে সশরীরে পরীক্ষা শুরু

17 June 2021, 5:46:43

স্বাস্থ্যবিধি মেনে করোনার পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষা সশরীরে নেওয়া শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কতৃপক্ষ। আজ বৃহস্পতিবার বাংলা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মুহাম্মদ মুছা। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে আজ বেলা ১১টা থেকে বাংলা বিভাগের পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষায় উপস্থিতির বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শফিউল আযম বলেন, চতুর্থ বর্ষের ১১৫জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছেন ১১২জন। এর মধ্যে একজন পরীক্ষায় অংশগ্রহণ করেননি। আর বাকি দুজন হয়তো মান উন্নয়নের জন্য পরের বছর অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার গতি চলমান রাখতে পরীক্ষাগ্রহণ শুরু করেছি। তবে পরিস্থিতির অবনতি হলে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আমরা পুনরায় স্থগিত করব।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: