ইন্টারনেট
ADS

এবার নভেম্বরেই শীতের পূর্বাভাস

31 October 2021, 5:26:01

বিদায় নিয়েছে মৌসুমি বায়ু, ছোট হয়ে আসছে দিন। এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে। ঋতুর হিসাবে এখন হেমন্ত, তবে এবার নভেম্বরেই শীত নামার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলা পঞ্জিকায় এখন কার্তিক মাস হেমন্তকাল। অগ্রহায়ণ পেরিয়ে পৌষ-মাঘে শীত পড়ার কথা থাকলেও হেমন্তেই মিলছে হিমেল পরশ। ভোরে পড়ছে কুয়াশা, ঘাসের ডগায় শিশির কণা যেন মুক্তাদানা।

কার্তিকে নতুন ধান তোলায় ব্যস্ত কৃষক। ফুটেছে ছাতিম-শিউলী-বকুল। আর কিছু দিনের মধ্যেই বাজারে উঠবে নতুন আলু, শিম, ফুলকপি থেকে শুরু শীতকালীন সবজি।

এরই মধ্যে ছোট হতে শুরু করেছে দিন। সূর্যের দেখা মিলছে না সকাল ৬টার আগে, বিকেল সাড়ে ৫টায় মিলিয়ে যাচ্ছে দিনের আলো।

আবাহাওয়া অফিস বলছে, সুদূর সাইবেরিয়া থেকে আসা হিমেল বাতাস নভেম্বরের মাঝামাঝি সময়ে হিমালয় অঞ্চলে পৌঁছায়। তবে এবার আসছে একটু আগেভাগেই। তাই দেশের উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা।

এদিকে হেমন্তের মিঠেকড়া রোদ মাখতে এখন জলায় সরালি, বক, ডাহুক, শামুকখোলের ভিড়। আসতে শুরু করছে পরিযায়ী পাখিও।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: