ইন্টারনেট
ADS

ধেয়ে আসছে হ্যারিকেন ‘আইদা’

29 August 2021, 7:28:33

যুক্তরাষ্ট্রে দিকে ধেয়ে আসছে ‘আইদা’ নামের আরেকটি হ্যারিকেন। শনিবার থেকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইসিয়ানার গালফ উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বলে জানা গেছে। হ্যারিকেন ‘হেনরি’ বিদায় নিতে না নিতেই নতুন এ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে।

আবহাওয়াবিদ এবং অঙ্গরাজ্যের কর্মকর্তারা লুইসিয়ানা অভিমুখে দ্রুত এগিয়ে আসা হ্যারিকেন ‘ইডা’ প্রচণ্ড শক্তিশালী হতে পারে বলে সতর্ক করেছেন। লুইসিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ১৮৫০ দশকের পর থেকে লুইসিয়ানায় আঘাত করা যেকোনো হ্যারিকেনের চেয়ে এটি শক্তিশালী হবে।

এদিকে, প্রবল শক্তিশালী এই ঝড়ের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন অঙ্গরাজ্যটির হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার রোববার ভোরে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা নাগাদ হ্যারিকেন আইদা গালফ অব মেক্সিকো ও নিউ অরলিয়ানে আছড়ে পড়তে পারে। এসময় প্রবল শক্তিশালী এই হ্যারিকেনের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ মাইল (২২০ কিলোমিটার)।

গত বছরও লুইসিয়ানা অঙ্গরাজ্য হ্যারিকেন ‘লরা’ এবং ‘ডেল্টা’সহ বেশ কয়েকটি ঝড়ের কবলে পড়েছিল। সূত্র: নিউইয়র্ক টাইমস।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: