ইন্টারনেট
ADS

কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালুর অনুমতি

24 April 2021, 11:06:45

আটকেপড়া প্রবাসীদের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে এই অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে গণমাধ্যমকে বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান এ সব কথা জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে বেবিচক জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।’ তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেয়া নির্দেশনা পরিপালন করতে হবে বলে জানান চেয়ারম্যান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: