ইন্টারনেট
ADS

‘ট্রেনের টিকিট পেতে মানুষের চরম ভোগান্তি’

24 April 2022, 11:36:31

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষকে গ্রামে পৌছাতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। প্রথম দিনের মতোই টিকিট বিক্রির দ্বিতীয় দিনে ভিড় জমে গেছে মানুষের। ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। আবার অনেকে সেহরি খেয়ে চলে এসেছেন ট্রেনের টিকিট কিনতে। গতকাল শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির প্রথম দিনেও উপচে পড়া ছিল টিকিট প্রত্যাশীদের। এদিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকের ভাগ্যে টিকিট জুটেনি। আবার যারা টিকিট পাননি তারা আজ রাববার (২৪ এপ্রিল) এসে লাইনে দাঁড়িয়েছেন।

এসময় ইমরান নামের এক টিকিটপ্রত্যাশী বলেন, গতকাল (শনিবার) টিকিট কিনতে এসে টিকিট পাইনি। দুপুরের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। ফলে আজ রাতেই লাইনে দাঁড়িয়েছি, যেন টিকিট কাটতে পারি। টিকিট পেতে ভোগান্তির কথা উল্লেখ করে তুহিন ভূইয়া বলেন, টিকিট পাওয়াটাই এখন কঠিন হয়ে গেছে। গতকাল রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েছি। এখনও অনেক মানুষ সামনে। পরিবার নিয়ে গ্রামে যাওয়াই কঠিন হয়ে যায় ঈদে। তিনি খুলনা যাওয়ার টিকিট নিতে এসেছেন।

উল্লেখ্য, শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়। এদিন দেওয়া হয় ২৭ এপ্রিলের টিকিট, আর ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হবে ২৪ এপ্রিল। এছাড়া ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ১ মে’র টিকিট দেওয়া হবে ২৭ এপ্রিল। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র ট্রেনের টিকিট। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: