- পর্দার নায়ক ছিলাম, এবার মাঠের নায়ক হবো: ফেরদৌস
- মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশি গ্রেফতার
- আরাভ খানের প্রযোজনায় রাখির সঙ্গে জুটি বাঁধছেন হিরো আলম
- অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
- অটোচালকের দেওয়া আগুনে ঘুমন্ত ছেলে-মেয়ের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
- ভূমি ব্যবহারে উপজেলায় মহাপরিকল্পনা করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- গাজায় যুদ্ধবিরতি: দুই পক্ষের আরও ৪৪ জন মুক্ত
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- মনোনয়নপত্র বাতিল চেয়ে নারায়ণগঞ্জ বিএনপি সভাপতির আবেদন
- সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের

এক সপ্তাহ পর মৃত্যু নামল চল্লিশের নিচে

এক সপ্তাহ পর দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আবারও চল্লিশের নিচে নামল। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর মৃত্যু চল্লিশের নিচে নেমেছিল। সেদিনও ৩৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়, যা ছিল ৯৩ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ৯ জুন এর চেয়ে কম মৃত্যু (৩৬ জন) হয়েছিল।
এদিকে গত এক দিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯১৯ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ১ হাজার ৯০৭ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৬.৪১ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৪০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ১৩ জন এবং পুরুষ ২৫ জন। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ১৪৭ জনের।
এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৩৬৫ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: