মতিঝিলে ভবনের আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে বিজিএমসি ভবনের আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল আহমেদ ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
এর আগে সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে সাত তলা ওই ভবনটিতে আগুন লাগে। ওই ভবনে এনআরবিসি ব্যাংকের একটি শাখা রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: