ইন্টারনেট
ADS

করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭১০

6 September 2021, 5:18:48

মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে। আর গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭১০ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৯.৮২ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ১২৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৯১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের চারজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: