- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মূল্যস্ফীতির হার বেড়েছে কমছে ক্রয়ক্ষমতা
- স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি : ইংরেজি দৈনিক পিপল’স লাইফ উদ্বোধনে স্পিকার
- আবারো স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- প্রবলবেগে ধেয়ে আসছে উজানের ঢল, রুদ্রমূর্তি তিস্তার
- ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে শিশুসহ নিহত ২১
- পূজার আগে ঢাকায় বড় সমাবেশ থেকে আলটিমেটাম
- কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
- দেশের পথে প্রধানমন্ত্রী

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন। সোমবার ভোরে বাসায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়েন আতিকউল্লাহ খান। দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন আতিকউল্লাহ খান।
জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ওবায়দুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকউল্লাহ খানকে মৃত ঘোষণা করেন।
আতিকউল্লাহ খানের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: