- হান্নান মাসউদের ওপর হামলা, যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
- রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পর ইউক্রেনের সঙ্গে বসবে যুক্তরাষ্ট্র
- স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা
- চলন্ত বাসে ফের ডাকাতি, চালক-হেলপার আটক
- কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন চিকিৎসক
- ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ

রমজানে ঘরেই তৈরি করুন মচমচে বেগুনি

উপকরণঃ
– ময়দা,
– ধনে গুঁড়া,
– জিরা বাটা,
– আদা বাটা,
– রসুন বাটা,
– বেকিং পাউডার,
– কর্ণফ্লাওয়ার,
– মরিচ গুঁড়া,
– হলুদ গুঁড়া,
– লবণ।
প্রণালীঃ বেগুনি তৈরি করার ১ ঘন্টা আগে বেসনের মিশ্রণ তৈরি করে নিতে হবে। প্রথমে বাটিতে বেসন নিয়ে তাতে ময়দা, ধনে গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, বেকিং পাউডার, কর্ণফ্লাওয়ার, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটি থকথকে করে নিন। এবার মিশ্রণে ডিম ভেঙ্গে দিন। মিশ্রণটি ১ ঘন্টা রেখে দিন।
১ ঘন্টা পর এবার কাটা বেগুনগুলো ধুয়ে লম্বাভাবে পাতলা করে কেটে সামান্য লবণ, চিনি, হলুদ আর মরিচের গুঁড়া মেখে ১০-১৫ মিনিট রাখুন। এবার ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করুন। তারপর পাতলা করে কেটে রাখা বেগুন বেসনের মিশ্রণে ভালো করে চুবিয়ে ডুবো তেলে ভালো করে ভেজে নিন। তৈরি হয়ে গেল মচমচে বেগুনি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: