- পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম ফের বাড়ল
- বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ
- বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে
- নিবন্ধন অবৈধ: আপিল প্রস্তুত করতে ২ মাস সময় পেলো জামায়াত
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
- রাতে অপর্যাপ্ত ঘুম ডেকে আনছেন মহাবিপদ!
- ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহ নিয়ে যা জানালেন ম্যাক্রোঁ
- পেয়ারার যত উপকারিতা
- এখনো খোঁজ মেলেনি স্বতন্ত্র প্রার্থী আসিফের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা
- চিলি পটেটো

কাজে লাগান ফল-সবজির খোসা

খাবারের পুষ্টিগুণ নিয়ে সন্দেহ আমাদের নেই। তবে খোসা নিয়ে কিছুটা সন্দেহ ঠিকই আছে। আপাতত আমরা মনে করি, ফল-সবজির খোসা সার হিসেবেই কাজে আসে। যেহেতু শহরে এত সার প্রয়োজন নেই তাই আমরা খোসা ফেলে দিতে পারলেই বাঁচি। কিন্তু কিছু ফল-সবজির খোসা বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এই যেমন –
কলার খোসা
কলার খোসার ভেতরের অংশ যদি দাঁতে ঘষা হয় তাহলে দাঁতের হলদেভাব দূর হয়। শুধু তাই নয়। কলার খোসা সার হিসেবে চমৎকার কাজ করে। ইনডোর প্লান্টের শখ থাকলে এই খোসা কুঁচি করে টবে মিশিয়ে দিন।
আলুর খোসা
চোখে ব্ল্যাক সার্কেল দূর করতে আলুর খোসা বেশ কার্যকরী। এই উপাদানটি সুলভ তাই যেকোনো সময় ব্যবহার করা যেতে পারে। খোসা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর ফ্রিজ থেকে বের করে চোখের কালো দাগে রেখে দিন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। চোখের নিচের কালো দাগ দূর হবে।
লেবুর খোসা
অনেকে ভাতের সঙ্গে লেবুর খোসা খেতে পারেন। তবে লেবুর খোসার সবচেয়ে ভালো ব্যবহার পোকামাকড় তাড়ানোতে। এই খোসা কুচিকুচি করে ঘরের কোনায় রেখে দিন। পোকামাকড় দূর হবে।
কমলার খোসা
কমলার খোসা রোদে শুকিয়ে গুড়ো করে দিলে অনেক কাজে ব্যবহার করা যায়। টক দইয়ের সঙ্গে এই গুড়ো মিশিয়ে ফেসপ্যাক বানানো যেতে পারে। আবার খাবারে কিংবা পানে সুগন্ধি হিসেবেও এই গুড়ো ব্যবহার করা যায়।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: