ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

কুলেখাড়া পাতার উপকারিতা

23 February 2022, 7:34:50

কুলেখাড়া ইন্দো চীন, ময়নমার, ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান এবং গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা এবং বাওলাদেশে এই প্রাজতি সারা দেশে ব্যাপকভাবে পাওয়া যায়।

কুলেখাড়ার পাতা শিকড় ও বীজ উপকারী এবং রাসায়নিক উপাদানে ভরপুর। এতে আছে এলকালয়েডস ফাইটোস্টেরোল ও সুগন্ধের তৈলাক্ত পদার্থ্। আরো আছে এনজাইম ডাইয়াসচেস ও লিপেস।

চলুন জেনে নেই কুলেখাড়া পাতার কিকি গুন আছে :
আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে কুলেখাড়া পাতা সাহায্য করে থাকে।

আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন এর মাত্রা বাড়িয়ে তুরতে কুলেখাড়া পাতা সাহায্য করে থাকে।

কুলেখাড়া পাতাতে রয়েছে ভিটামিন এ ও আয়রণ।

আপনার যদি ফিসটুলা রোগ হয়ে থাকে তবে কুলেখাড়া পাতা খেলে রোগটি কয়েকাদিনে রোগটি কমে যাবে।

কোমরে যদি বাত হয় তাহলে এই কুলেখাড়া পাতা খেলে অনেকটাই ভালো থাকবেন।

কুলেখাড়া পাতা খেলে আপনার গ্যাস আমাশয় এইসব রোগ অনেকটা কমে যাবে।

কুলেখাড়া পাতা খেলে হাড়ের ব্যথা থেকৈ মুক্তি পাওয়া যায়।

কোথাও কেটে যদি রক্ত পড়া বন্ধ হতে না চায় তখন কুলেখাড়া এর পাতা লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

রাতে যদি ঘুম না হয় তাহলে কুলেখাড়া এর পাতা খেয়ে দেখতে পারেন দেখবেন খুব ভালো ঘুম হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: