- জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ
- বাংলাদেশ ভারত বাণিজ্য রুপিতে লেনদেনের অনুমতি পেল আরও ২ ব্যাংক
- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
- যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রী
- স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা
- নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
- মার্কিন ভিসানীতি ভোগাস, সব ফাঁকা আওয়াজ: নাজমুল আলম
- বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মার্কিন আন্ডার সেক্রেটারিকে প্রধানমন্ত্রী
- বাংলাদেশে যাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ শুরু করলো

অশোক এর উপকারিতা

বাংলাদেশের গ্রামে গঞ্জে এই গাছটি (অশোক ) পাওয়া যায় । তবে এখন শহরের ছাদে টবে এই গাছের চাষ শুরু হচ্ছে ।
অশোক গাছ ফুলের সৌন্দর্যের জন্য অনেকে লাগিয়ে থাকে । তবে এর অনেক ধরনের উপকারিতা রয়েছে যেগুলো আমাদের অনেকেরই অজানা।
আয়ুর্বেদিক উপাদান হিসেবে অশোক গাছের ছাল ব্যবহার হয় । এর অনেক ঔষধি গুনাগুন আছে । এটি শুকনো ঠান্ডা ও যন্ত্রণা উপশম কারী। এর স্বাদ তিতা ও ঝাঝলো।
অশোক গাছের উপকারিতা:
♦ শরীরের যেকোন ব্যাথা দূর করে এবং শক্তি জোগায়।
♦ কৃমিনাশক শরীরের স্ফীতি রোধে ও রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
♦ গর্ভ্পাত, জরায়ুজনিত বিভিন্ন রোগ দূরে করে।
♦ শরীর থেকে ক্ষতিকারক টকসিন বের করে দেয়।
♦ অ্যালার্জির সমস্যা দূর করে দেয়।
♦ প্রস্রাবে প্রদাহ পেটে ব্যাথা ও পাইলজনিত রক্তপাত কমায়।
♦ হৃদরোগের ঝুকি কমায়।
♦ আমাশয়জনিত সমস্যা রোধে বা ডায়রিয়া চলাকালীন রক্তপাত হলে অশোক ফুলের নির্যাস সামান্য পানির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
♦ যাদের পাইলসের সমস্যা রয়েছে তারা ৩৬০ মিলিমিটার পানিতে ৯০ গ্রাম অশোক গাছের ছাল ও ৩০ মিলি দুধ দিয়ে এমন ভাবে ফুটান যাতে মিশ্রনটি কমে ৯০ গ্রাম হয়। এটি দিনে ২-৩ বার খান।
♦ যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা দিনে দুবার অশোকের বীজ পানের সঙ্গে খান।
♦ অশোক ছালের ক্বাথের সঙ্গে সরর্ষে গুড়া মিশিয়ৈ শুকান। তারপর মুখে উপটান হিসেবে লাগান ত্বক ফর্সা হবে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: