ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

রাখাল শসার উপকারিতা

15 December 2021, 7:29:11

রাখাল শসা একটি সপুষ্পক লতা জাতীয় উদ্ভিদ। এর আদি নিবাস ভূমধ্যসাগরীয় অঞ্চল, এশিয়া এবং তুরস্ক। এর লতা অনেকটা তরমুজ লতার মত। ফল ছোট ও শক্ত ফলও অনেকটা দেখতে তরমুজের মত। এই ফলের ভিতরে স্বাদ তিতা। এই উদ্ভিদ জন্মায় মূলত নদী চর, বিলের ধারে, বা নিচু জায়গায়। রাখাল শসা কে অনেক রোগের ঔষধ তৈরীতে ব্যবহার করা হয়। এখন আমরা রাখাল শসার কয়েকটি উপকারিতা সম্পর্কে জানব।

রাখাল শসার উপকারিতা নিম্নরুপ:

সদ্ধিবাত ভালো করতে :
রাখাল শসার মূলচূর্ণ্য সামান্য পিপুল ও আখের গুড়ের সাথে সেবন করলে সদ্ধিবাত ভালো হয়।

কাঁটা ফুটলে :
শরীরে কাটা ফুটলে রাখাল শসার মূলের প্রলেপ দিলে কাটা বের হয়ে আসবে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় :
রাখাল শসার মূল প্রথমে থেতো করে রস বের করতে হবে। এবার আখের গুড়ের সাথে এই রস মিশিয়ে নিতে হবে । এবার এটা নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে।

ফোড়ার সমস্যায় :
প্রথমে রাখাল শসার মূল নিতে হবে এবার এটিকে পানিতে বেটে ফোাঁড়ায় লাগালে ফোড়া দ্রুত ভাবে পেকে ভালো হয়ে যায়।

কমলা রোগ সারাতে :
প্রথমে রাখাল শসার মূলের রস করে নিতে হবে এবার আখের গুড়ের সাথে খেলে কমলা রোগে উপকার পাওয়া যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: