ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

ধুতরা গাছের উপকারিতা

14 December 2021, 5:04:00

ধুতরা গাছ আমাদের গ্রাম বাংলার একটি অতি পরিচিত গাছ । এটিেএকটি ভেষজ উদ্ভিদ । ধুতরা গাছের ফুলের সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম। বর্ষাকালে ধুতরা গাছে ফুল ফোটা শুরু হলেও হেমন্তকালজুড়ে গাছে ফুল দেখা যায়। গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে, দেখতে লম্বাকৃতির, সাদা জাতের ধুতরা গাছে সাদা ফুল এবং কালো জাতের ধুতরা গাছে সাদা-বেগুনী মিশ্র রঙের ঊর্ধ্বমুখী ফুল ফোটে। ফুলে মৃদু গন্ধ আছে। পড়ন্ত বিকাল থেকে সন্ধ্যায় গাছে ফুল ফোটে। দিনে রোদের আলোয় ফুল সংকুচিত হয়ে যায়, সন্ধ্যায় আবার পাপড়ি মেলে ।

উপকারিতা

হাঁপানি রোগে :
কৃষ্ণ ধুতরার শুকনা পাতা এবং ফুল বাসক পাতায় জড়িয়ে সিগারেটের মতো তৈরী করে, আগুন দিয়ে টানলে হাঁপানির কষ্ট কমবে ।

শ্বাসকষ্টে :
ধুতরা গাছের পাতা, মূল, ফুল ও ফল সিদ্ধ করে তার দ্বারা বুকে সেঁক নিন । শ্বাসকষ্ট কমে যাবে ।

টাক রোগে :
জীবাণুঘটিত কারণে মাথার চুল উঠে গিয়ে টাক পড়লে, ধুতরা পাতার রস মাথার একপাশে লাগান, পরদিন অপরপাশে লাগাবেন এবং একদিন অন্তর ব্যবহার করবেন । টাক আরোগ্য হবে ।

স্তনের বেদনায় :
ধুতরা পাতা ও কাঁচা হলুদ একসাথে বেঁটে স্তনে প্রলেপ দিলে বেদনা কমে যাবে । পরে স্তন ভালোভাবে ধুয়ে ফেলবেন ।

বাতে :
বাতে খুব কষ্ট পাচ্ছেন । এ অবস্থায় ধুতরা পাতার রসের সাথে সরিষার তেল মিশিয়ে গরম করুন । তারপর সামান্য গরম অবস্থায় বেদনাস্থানে মালিশ করুন , বেদনা কমে যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: