ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

শিমুল গাছের গুনাগুন

11 December 2021, 6:09:03

শিমুল গাছ আমাদের একটি অতি পরিচিত গাছ। এটি একটি অত্যন্ত পরিচিত গাছ। এই গাছটি আমরা সাধারণত তুলার জন্য ব্যবহার করে থাকি। তবে শিমুল গাছের আরো অনেক উপকারিতা রয়েছে। আমরা শিমুল গাছেল উপকারিতা অনেকে জানি না। শিমুল গাছ দিয়ে অনেক রোগের চিকিৎসা করা যায়।

তাহলে এখন আমরা শিমুল গাছের উপকারিতা সম্পকে আলোচনা করবো :

ফোড়া :

ফোড়া হলে শিমুল গাছেল ছাল ধুয়ে বেটে, ফোড়ার উপর প্রলেপ দিলে উপকার হয়।

যেীবনকালে শুক্রাল্পতায় :

চারা শিমুলগাছেল মূল বেটে ৭-১০ নিয়ে তার সাথে একটু চিনি মিশিয়ে দু বেলা খেলে শুক্রাল্পতা দূর হবে।

পেীঢ় অবস্থায় শুক্রাল্পতায় :

চারা শিমুল গাছেল নরম মূল চাকা চাকা করে কেটে শুকিয়ে নিন। এবার ভালোভাবে চুর্ণ্ করে ছেকে একটা শিশিতে ভরে রাখুন। সে চূর্ণ্ দেড় থেকে দু গ্রাম মাত্রায় নিয়ে এক কাপ দুধের সাথে খাবেন। এতে প্রচুর উপকার হবে।

প্রদরে :

শিমুলের কচি মূল গাওয়া ঘিয়ে ভেজে নিন । নামাবার সময় তাতে সামান্য্ সৈন্ধব লবণ মিশিয়ে দিন। এবার দেড় গ্রাম মাত্রায় নিয়ে এটা দু বেলা খাবেন। প্রদরে খুব উপকার হয়।

পোড়া ঘায়ে :

শিমুল তুলা নিয়ে তাতে শিমুল গাছের ছাল অথ্যাৎ মোচারস দিয়ে ভিজিয়ে পোড়া ঘায়ে দিন, ঘা সেরে যাবে।

রক্ত আমাশয়ে :

শিমুলের ছাল চুর্ণ্ করে এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে ছাগলের দুধের সাথে মিশিয়ে দু বেলা খাওয়ালে উপকার হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: