ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

ভেরেণ্ডা এর ভেষজ গুনাবলি

21 November 2021, 6:28:30

ভেরেণ্ডার ফল দিয়ে তেল তৈরী করা যায় । সেই তেল দিয়ে কবিরাজরা নানা রোগ নিরাময়ের ওষধ তৈরী করে থাকেন। ভেরেণ্ডা যেসব রোগ নিরাময়ে কাজ করে তা হলো বাতের ব্যথা ও কোষ্ঠকাঠিন্য। এই দুটি রোগের ক্ষেত্রে দারুণ উপকারী ভেরেণ্ডা পাতা।

পাতা ঘিয়ে ভেজে সেবন করলে রোগটি থেকে সহজেই আরোগ্য লাভ করা সম্ভব।

প্রসাবের সল্পতার ক্ষেত্রে ও ভেরেণ্ডা পাতা দারুণ উপকারি।ব্যবহৃত অংশঃ কচিমূল, পাতা , বীজ ও বীজ নিঃসৃত তেল।

বাতের ব্যথায়ঃ ১-২ গ্রাম তেল সৈন্ধব লবনের সাথে মিশিয়ে আক্রান্ত স্থানে মালিশ করতে হবে।কোষ্ঠকাঠিণ্য রোগেঃ ২-৪ চামচ মূলের রস সকালে ও বিকালে পানিসহ সেবন করতে হবে।

অম্লশূল রোগেঃ ৫ গ্রাম কচি পাতা এক গ্লাস পানির সাথে সিদ্ধ করে ছেঁকে সেবন করতে হবে।

রাতকানা রোগেঃ ১০-১২ গ্রাম পাতা ঘিয়ে ভেজে দুপুরে খাওয়ার পর সেবন করতে হবে।

প্রসাবের সল্পতায়ঃ ১৫-২০ গ্রাম কাচা মূল এক গ্লাস পানিতে জ্বাল দিয়ে ছেঁকে বিকালে সেবন করলে প্রসাবের পরিমাণ স্বাভাবিক হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: