ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

ক্ষেত পাপড়া এর ভেষজ উপকারিতা

17 November 2021, 5:54:02

বাংলাদেশের অনেক জায়গায় এই গাছটি পাওয়া যায়। তবে এর উপকারিতা আমাদের অনেকে জানি না। ক্ষেত পাপড়া একটি ভেষজ উদ্ভিদ। এটি জলাসিক্ত ভূমিতে এই গাছ জন্মায়। বর্ষাশেষে অঙ্কুরিত হয়ে শরৎকালে বেড়ে ওঠে। কড়া রোদে শুকিয়ে যায়। গ্রীষ্মকাল থেকে শুরু হয়ে বর্ষাকাল পর্য্ন্ত এটি কাঁচা পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতের কিছু কিছু জায়গায় এই গাছ জন্মে। এই গাছের সব কান্ড ও পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ক্ষেত পাপড়া এর উপকারিতা :

চর্মরোগ :

রক্তজনিত যে কোন চর্মরোগ ভালো হয়। রক্ত দূষণ হলে ক্ষেত পাপড়া পানিতে ফুটিয়ে সেই পানি সেবন করতে হবে। তাহলে এটি ভালো হবে।

বমি ভালো হয় :

প্রথমে ক্ষেত পাপড়ার ক্বাথ বের করতে হবে। এবার ক্বাথ এর সাথে মধু সহ খেলে বমি ভালো হয়ে যায়।

অতিসার রোগে :

মুথা ও ক্ষেত পাপড়ার ক্বাথ খেলে অতিসার রোগে ভালো ফল পাওয়া যায়।

জ্বর হলে :

কাঁচা ক্ষেত পাপড়া শাকের মতো রান্না করে খেলে যে কোন জ্বরে উপকার পাওয়া যায়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: