ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

করবী পাতার উপকারী

10 November 2021, 10:41:06

আকর্ষণীয় ও শৌখিন এ ফুলগাছ বাগানের সৌন্দর্য বিকাশে ভূমিকা রাখে। করবী মাঝারি মানের উচ্চতা বিশিষ্ট গুল্ম জাতীয় ফুলগাছ। গাছের উচ্চতা গড়ে ৫ থেকে ৬ মিটার হয়ে থাকে। প্রায় সারা বছর ফুল ফোটে। তবে বেশি ফোটে বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে। ঘণ্টা আকৃতি ৫ থেকে ৬ টি নমনীয় কোমল পাপড়ির সমন্বয়ে করবী ফুলের সৃষ্টি। এ ফুলের রয়েছে বাহারি রং। আমাদের দেশে উজ্জ্বল হলুদ, কমলা, গোলাপি ও পাটকিল রঙের করবী ফুল ফুটতে দেখা যায়। গাছের শাখা-প্রশাখা ঝোপালো এবং নরম প্রকৃতির হয়ে থাকে। পাতার রং গাঢ় সবুজ, চিরল পাতার ফাঁকে উঁকি দেওয়া গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে অসংখ্য ফুল ফোটে। ফুটন্ত ফুলগাছ দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম। ফুল শেষে গাছে বীজ হয়। বীজ ও ডাল কাটিংয়ের মাধ্যমে এর বংশ বিস্তার করা যায়।করবী ফুলের রয়েছে ভেষজ গুণাগুণ। এ ফুলগাছের বাকল, পাতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। উঁচু ভূমি ও প্রায় সব ধরনের মাটি ও পরিবেশে এ ফুলগাছ উৎপন্ন হয়।

উপকারিতা
চুল পাকা কমাতে :
অকালে চুল পাকা কমাতে করবীর মুলের ছাল উপকারী।

খোস পাচড়া সারাতে :
খোস পাঁচড়া সারাতে এর মূল তিল বা নারিকেল তেলের সাথে মিশিয়ে মাখতে হবে।

ব্রণ কমাতে :
ব্রণ কমাতে মূলের ছাল বেশ উপকারী।

ক্ষত সারাতে :
করবী গাছের পাতা বেটে নিয়ে অল্প গরম করে ক্ষতের উপর প্রলেপ দিলে ক্ষত শুকিয়ে যায়।

চুলকানি সারাতে :
গায়ে চুলকানি হলে করবী গাছের পাতা সিদ্ধ করে গোসল করলে চুলকানি ভালো হয়ে যায়।

বাত ব্যথা সমস্যায় :
করবী গাছের ছাল বেটে তেল বার করে মালিশ করলে বাতব্যথায় উপকার পাওয়া যায়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: