ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

ওলট কম্বল মেয়েদের জন্য এক সেরা ঔষধ

28 October 2021, 12:15:35

ঔষধি গাছ হিসাবে পরিচিত এই গাছটি পাওয়া যায় এশিয়ার সবত্র। সাধারণত এপ্রিলের শুরুর দিকে এই গাছ ফুল ফোটা শুরু হয়। ওলট কম্বল মানবদেহের শক্তি বলের ঔষধি গাছ ।

ওলট কম্বল এর পাতা, গাছ ও মূলের ছাল ঔষধি হিসেবে ব্যবহৃত হয় ।

মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব হয় অথবা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম পরিমাণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে ওলট কম্বল একটি পরীক্ষিত ওষুধ ।

এর মূলের ছাল থেকে এক ধরনের আঠাজাতীয় রস বের হয়, যা গর্ভাশয়ের শক্তি বৃদ্ধি করে ।

বন্ধ্যত্ব রোগীদের ক্ষেত্রে উলট কম্বলের মূলের ছাল ভীষণ উপকারী । পাতা ও কান্ডের রস গনোরিয়া রোগে বিশেষ উপকারি ।

দীর্ঘ দিন থেকে অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সংক্রান্ত রোগ, বন্ধ্যত্ব, ব্যথাসহ বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকর এটি বলে জানান ভেষজ বিশেষজ্ঞগণ ।

এ থেকে তৈরী ওষধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই । ওলট কম্বল, শুলফা বীজ ,আওবেল,সারাকা ইন্ডিকা, চায়নারুট, শুকনা পুদিনা, শিয়ালকাঁটা, কপচিনি, জটামাংসী, তজ, বড় এলাচসহ অন্যান্য উপাদান নিয়ে ঔষধ তৈরি করা হয় ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: