ডেওয়া ফলের উপকারিতা
ডেওয়ায় ভিটামিন সি ত্বক, চুল, দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের ক্ষয় রোধ প্রতিরোধ করে। ডেওয়া ফলে উপকারিতা ও ভেষজ গুণাবলী রয়েছে।
এতে থাকে পটাশিয়াম স্ট্রোকের ঝুঁকি কমায় এবং রক্ত চলাচলে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়। চলুন জেনে নেয়া যাক ডেওয়া ফলের উপকারিতা-
আরো পড়ুনঃ নিজেই নিজের চেহারায় ফুটিয়ে তুলুন গোলাপি আভা
কোষ্ঠকাঠিন্য দূর করে: কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেট ব্যথা কমাতে সহায়তা করে ফলটি। এছাড়া যকৃতের নানা অসুখ নিরাময়ে সাহায্য করে ডেওয়া।
মেদ কমানো: মেদ ভুড়ি কমাতে ডেওয়া ফলের রস এক থেকে দেড় চামচ ঠান্ডা পানিতে মিশিয়ে রোজ একবার করে এক মাস খেলে উপকার পাবেন।
মুখে রুচি আনতে: দু-তিনদিন চামচ দেওয়ার রস ও সঙ্গে একটু লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার আগে খেলে মুখে রুচি আসবে।
ত্বকের রুক্ষতা দূর করে: ডেওয়া গাছের ছালের গুঁড়ো ত্বকের রুক্ষতা দূর করে এবং ব্রণের দূষিত পুঁজ বের করে দেয়।
বমি বমি ভাব দূর করতে: বমি বমি ভাব দূর করতে ডেওয়া খান, অচিরেই বমি বমি ভাব দূর হবে।
আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ত্বকে নিয়ে আসুন এক্সট্রা গ্লো
পেটে বায়ু জমলে: পেটে বায়ু জমলে পাকা ডেওয়ার রস দেড় চামচ, আধা কাপ পানিতে মিশিয়ে অল্প চিনি দিয়ে প্রতিদিন একবার। এভাবে এক সপ্তাহ খেলে সমস্যা পুরোপুরি দূর হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: