ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

15 March 2023, 10:45:06

সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে ব্যালট ছিনতাই, হট্টগোল ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্ট বার ভবনে এই ঘটনা ঘটে।

নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যানের পদত্যাগের প্রেক্ষিতে নতুন উপ-কমিটি গঠনের কথা উঠে। এই নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ভোটের ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি প্রার্থীর পক্ষের লোকজন ব্যালট ছিনতাই করছে। একাধিক আইনজীবী অভিযোগ করেন, তারা বিএনপিপন্থী আইনজীবী খোকনের লোকজন।

এদিকে বিদ্যমান পরিস্থিতিতে বুধবার ভোটগ্রহণ শুরু হবে কিনা বা নির্বাচন পরিচালনায় নতুন উপ-কমিটি গঠন হবে কি না– তা জানা যায়নি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, এ সংক্রান্ত কোন তথ্য আমাদের কাছে আসেনি। আমরা খোঁজ নিচ্ছি।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী গত সোমবার (১৩ মার্চ) পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার সন্ধ্যায় বার সম্পাদকের কার্যালয়ে এ পদত্যাগপত্র পাঠান তিনি।

১৫ ও ১৬ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিততব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদ।

কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত সাত প্রার্থী হলেন— মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।

এদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু, সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন, মো. আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে আশিকুজ্জামান নজরুল, ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, ফয়সাল দস্তগীর, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আহাদ ও রাসেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: