ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

রিমান্ড শেষে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী কারাগারে

1 May 2022, 7:26:20

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নাহিদ মিয়া নিহতের মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল আলম জুয়েল তাদের ফরোয়ার্ডিং রিপোর্টসহ আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামীরা হলেন- আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)।

এদের মধ্যে ফয়সাল হত্যার সঙ্গে জড়িত নয় তার আইনজীবী এমন আবেদন করলে, ম্যাজিস্ট্রেট ফয়সালের জামিন আবেদন খারিজ করে দেন। এছাড়া অন্য ৪ জনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি।

ফরওয়ার্ডিং রিপোর্টে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, ৫ অভিযুক্তকেই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে বন্দি রাখাতে আদালতের কাছে আবেদন করেন তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: