ইন্টারনেট
ADS

নারায়ণগঞ্জে ককশিটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

12 January 2022, 12:33:38

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ককশিটগুলো নারায়ণগঞ্জ এলাকায় ব্যবহার করা করোনা টিকার খালি বাক্স। প্রথমে ককশিটে আগুন লাগে। পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন বিদ্যুতের তারে লাগে। আগুনের তীব্রতা বাড়লে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা দ্রুত নিরাপদে সরে পড়েন।

কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: