ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

ফের পেছালো তিন্নি হত্যা মামলার রায়

15 November 2021, 5:21:29

রায় হয়নি মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার। বরং রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী বছর ৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ করা হবে।

সোমবার (১৫ নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিল। সকাল সাড়ে ১১টার দিকে রায়ের জন্য নথি উপস্থাপন হলে মামলার রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ভোলা নাথ দত্ত জানান, তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিম আদালতে উপস্থিত হয়েছেন। তারা রায় হবে জানতেন না। পত্রিকায় দেখে এসেছেন। এর আগে বাবার আংশিক সাক্ষী হয়েছিল। আর চাচার সাক্ষী হয়নি। তারা পুনোরায় সাক্ষ্য দিতে চান। ফলে রায় থেকে উত্তোলনের জন্য আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে দুজনের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছর ৫ জানুয়ারি ধার্য করেছেন।

এদিকে, সোমবার আদালতে সাক্ষী দিতে হাজির হয়েছিলেন মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির বাবা ও চাচা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: