দাম্পত্য জীবন টিকিয়ে রাখার উপায় বললেন বিদ্যা বালান
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ার শুরু বাংলা ছবি দিয়ে। ‘ভালো থেকো’ নামে একটি ছবিতে প্রথম অভিনয় করেন তিনি।এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। নিজের মেধা ও দক্ষতায় বিদ্যা আজ বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের একজন।
২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বিদ্যা। দেখতে দেখতে তাদের সংসার আট বছর হয়ে গেলো। বিদ্যা জানান, তারা সুখেই রয়েছেন।
বিদ্যার ভাষ্য, ‘বিয়ের পর অনেকেই নিজের সঙ্গীকে টেকেন ফর গ্রান্টেড করেন। অর্থাৎ ভেবেই নেন, সঙ্গীকে যথাযথ গুরুত্ব বা সময় না দিলেও চলবে। এই বিষয়টি খুব ভয়ঙ্কর।’
তিনি মনে করেন, এমনটা ঘটতে থাকলে দাম্পত্য নিয়ে বিশেষ আগ্রহ ও আনন্দ বিদায় নেয়। তাই সঙ্গীকে টেকেন ফর গ্রান্টেড না করে, গুরুত্ব দিলেই একটি বিয়ে সফল হয়।
বিদ্যা আরও বলন, ‘আট বছরে আমি বুঝেছি, সঙ্গীকে টেকেন ফর গ্রান্টেড করা উচিত নয়। সেটি করলে দাম্পত্য একঘেঁয়ে লাগতে থাকে।’
বিদ্যা এখন ‘শেরনি’ ছবি নিয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন অমিত মাসুরকার। সূত্র: নিউজ ১৮
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: