
জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনা ‘অস্বস্তিকর’ মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, মামলা করার স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে।
সোমবার সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি সরকার করেনি। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, এখন আমরা স্বাধীনতা পেয়েছি। মামলা করার স্বাধীনতাও আছে। সেই স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং যেটা সত্য সেটার পক্ষে থাকবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে নিহত বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ চার শতাধিক ব্যক্তিকে আসামি করে গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান।
পরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেয় আদালত।
ওই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে অভিনেতা ইরেশ যাকেরের নামও অর্ন্তভূক্ত করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: