- বে টার্মিনাল নির্মাণসহ ২ প্রকল্পে ৮৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
- স্থানীয় সরকার উপদেষ্টার বাবার সেই ঠিকাদারি লাইসেন্স বাতিল
- সম্পর্ক ভেঙে যাওয়ায় কাঁদলেন মাহি
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার
- বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেব: প্রধান উপদেষ্টা
- ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান
- পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা
- পেহেলগাম হামলার জেরে ভারতে বন্ধ পিএসএল সম্প্রচার

এবার তালাক নিয়ে মুখ খুললেন মাহির স্বামী

চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের মালা গলায় পরেছিলেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে; কিন্তু এ বিয়েটাও টিকছে না মাহির। শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজেই রাকিবের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই ঢালিউড অভিনেত্রী।
ভিডিও বার্তায় তিনি জানান― স্বামী রকিব সরকারের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আর এক ছাদের নিচে থাকছেন না। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হচ্ছে তা স্পষ্ট করেননি নায়িকা। এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন রাকিব সরকার।
গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব রোববার ডিভোর্সের ব্যাপারে কথা বলেছেন। তিনিও স্ত্রী মাহির মতো সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি। রাকিব সরকার জানান, মাহির মতোই একটি ভিডিও বার্তা নিয়ে হাজির হবেন। সেখানেই সব বলবেন তিনি।
অভিনেত্রীর স্বামী বলেন, আমি আসলে এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। কিছুটা সময় নিতে চাই। তবে একটা ভিডিওতে সবই বলব। আর এখন পর্যন্ত কোথাও ডিভোর্স নিয়ে কোনো মন্তব্য করিনি। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করছি।
রাকিব সরকার বলেন, আপনারা সবাই মাহির ভিডিওটি দেখেছেন, শুনেছেন। আমি আর নতুন করে কিছু বলতে চাইছি না। সময়ও নেই। এরপরও একটা ভিডিওতে সব বলব আমি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: