- ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে শিশুসহ নিহত ২১
- ডিবি হেফাজতে আইনজীবীর সহকারীকে হত্যার অভিযোগ
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
- স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি : ইংরেজি দৈনিক পিপল’স লাইফ উদ্বোধনে স্পিকার
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- পূজার আগে ঢাকায় বড় সমাবেশ থেকে আলটিমেটাম
- দেশের পথে প্রধানমন্ত্রী
- মূল্যস্ফীতির হার বেড়েছে কমছে ক্রয়ক্ষমতা
- আবারো স্বর্ণের নতুন দাম নির্ধারণ

ফারুকের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন তার স্ত্রী

মাঝে টানা দুই সপ্তাহ অচেতন ছিলেন চিত্রনায়ক ফারুক। তার বেঁচে ফেরার আশাই ছেড়ে দিয়েছিলেন ভক্ত-শুভানুধ্যায়ীরা। এমনকি তার মৃত্যুর খবরও রটে যায়।
তবে ফারুকের স্বাস্থ্য নিয়ে আশা জাগানিয়া খবর দিলেন তার স্ত্রী ও সন্তান। জানালেন, ফারুক সুস্থ হওয়ার পথে, তবে উন্নতিটা ধীর গতির।
আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফারুক এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই রয়েছেন তার স্ত্রী।
ফারুকের সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি জানান, দিনে দুই ঘণ্টা করে ওর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই। এই মাসের প্রথম দিকে যে অবস্থা ছিল, তার চেয়ে এখন কিছুটা ভালো। ফারুকের শারীরিক অবস্থার উন্নতি খুব স্লোলি হচ্ছে। চিকিৎসকেরা যে আন্তরিকতা নিয়ে ফারুকের চিকিৎসা দিচ্ছেন, এটা অবিশ্বাস্য। আমি শুধু এটুকু বলব, সবাই মন থেকে ফারুকের জন্য দোয়া করবেন।
ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আরও বলেন, মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় পড়ে যাই। আল্লাহর রহমতে এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। তার নড়াচড়া আস্তে আস্তে বাড়ছে। এটাকে খুব বড় উন্নতি বলা যাবে না। মাঝেমধ্যে চোখ মেলে তাকান। রক্তচাপ ও ব্রেনে যে সমস্যা ছিল, তা চিকিৎসকের নিয়ন্ত্রণে এসেছে। তাকে কয়েকবার ডাকলে একবার সাড়া দেন। চিকিৎসক জানিয়েছেন, এভাবেই চিকিৎসা চালাতে হবে। কবে সুস্থ হবেন, নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: