ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

সবাই ভেবেছিল আমি মা হতে যাচ্ছি: মাহি

1 April 2022, 9:57:11

গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর নিজেও ব্যবসায় আগ্রহী হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। রোজার শুরুতেই ‘ফারিশতা’ নামে রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন মাহি।

এই নামেরও একটা মাহাত্ব আছে। মাহি যদি কখনও মেয়ের মা হন তাহলে তার নামও ফারিশতা রাখবেন বলে জানান তিনি।

মাহি জানান, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে থাকবে আড্ডা দেওয়ার সুযোগ।

মাহি বলেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। আমি আসলে এই রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম।

মাহি জানান, তার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। তারণ এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা। তবে আপাতত মা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাও জানান তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: