ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

অরুণা বিশ্বাসকে একহাত নিলেন পরিচালক নজরুল

9 March 2022, 12:23:13

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করায় একসময়ের নায়িকা অরুণা বিশ্বাসকে একহাত নিয়েছেন এই সময়ের জনপ্রিয় পরিচালক নজরুল ইসলাম খান। মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ ঘটনার কঠোর সমালোচনা করেন।

অরুণা বিশ্বাসকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশে বারবার মালেক আফসারী আসবেন না। উনি অনেক বড় লিজেন্ডারি পরিচালক। তার বিরুদ্ধে যে আপনারা জিডি করলেন, আপনারা শিল্পী হয়েছেন কাকে দিয়ে? পরিচালকরা শিল্পীদের বাপের মতো। সেই বাপের নামেই জিডি করলেন!’

তিনি আরও বলেন, ‘আপনি অরুণা বিশ্বাস হয়েছেন আমাদের মতো পরিচালকের মাধ্যমে। আপনার অভিনয়ে আমি মুগ্ধ। সূচরিতা আপার অভিনয় কী দুর্দান্ত! গড গিফ্টেড। সেই আপনারা এখন কী করছেন? একটু ধৈর্য ধরেন, পেছনের দিকে তাকান, শুধু সামনের দিকে তাকায়েন না।’

নজরুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়ে জানান, ‘আমি সবার উদ্দেশ্যেই বলছি, এফডিসি পেশীশক্তির জায়গা না, ক্ষমতা দেখানোর জায়গা না। এটা সৃষ্টিশীল জায়গা।’

সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পরিচালক মালেক আফসারীর নামে জিডিটি করেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তার অভিযোগ, এক ভিডিওতে মালেক আফসারী তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন, যা অরুণার ব্যক্তিগত ইমেজ ও পারিবারিক সম্মান নষ্ট করেছে।

অরুণা বিশ্বাসের দাবি, ওই ভিডিও করার পেছনে নিশ্চয়ই মালেক আফসারীর কোনো দুরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে। এ জন্য তিনি পচিালকের বিরুদ্ধে মানহানি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকিও দেন।

ওই ভিডিওর ব্যাপারে পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘মালেক আফসারী সাহেব তো সত্য কথাই বলেছেন। তাছাড়া সেখানে অরুণা বিশ্বাসের নাম নিয়ে তো কিছু বলেননি তিনি। অথচ আজকে একজন পরিচালকের নামে মামলা করলেন উনারা। এটা কি ভাবা যায়! এটা তো লজ্জাকর ব্যাপার।’

প্রসঙ্গত, গত ২ মার্চ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান হাইকোর্ট থেকে নিজের পক্ষে রায় পাওয়ার পর এফডিসিতে যান। সেখানে অভিনেত্রী সূচরিতা এবং অরুণা বিশ্বাসও আসেন। কিন্তু তালা দেওয়া থাকায় প্রথমে তারা শিল্পী সমিতিতে ঢুকতে পারেননি। দাঁড়িয়ে ছিলেন বাইরে।

এ নিয়ে ওইদিন সন্ধ্যায়ই সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন সূচরিতা। প্রশ্ন করেন, কার এত বড় সাহস সমিতির গেটে তালা দেয়?

এরপর পরিচালকদের ওপর ক্ষোভ ঝাড়েন সূচরিতা। বলেন, ‘আমাদের পাশে একটা পরিচালক সমিতি আছে। সেখানে অনেক পরিচালকের ছবিতে আমি এখনও কাজ করছি। কিন্তু কই একজন পরিচালককে তো দেখলাম না এখানে। একজন পরিচালক আসল না, আমাদের পেছনে দাঁড়ালো না। আমাকে তো সান্ত্বনা দিতে পারত, না।’

সূচরিতার এই বক্তব্যের পর ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তাকে একহাত নেন পরিচালক মালেক আফসারী। বলেন, ‘সূচরিতা, আপনাদের মতো শিল্পীদের তো আমরা জন্ম দেই। সেই পরিচালকরা এসে আপনাদের চামচামি করবে?’

মালেক আফসারী সূচরিতার কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি সেদিন কোথায় ছিলেন, ২৮ তারিখে। যেদিন পরিচালকদের এফডিসির গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে অপমান করছিল? সেদিন আপনার পরিচালকদের কথা মনে হয় নাই? সেদিন কেন আপনার নেতাকে জিজ্ঞেস করেন নাই। আজ কেন আপনার কাছে পরিচালক আসবে, কে আপনি?’

যদিও ওই ভিডিওর কোথাও অরুণা বিশ্বাসের নাম নিতে শোনা যায়নি মালেক আফসারীকে। সেই অরুণাই করেছেন পরিচালকের নামে জিডি। তবে এই জিডির ব্যাপারে জানতে বারবার ফোন করেও পাওয়া যায়নি মালেক আফসারীকে। নিজের সেলফোনটি তিনি বন্ধ করে রেখেছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: