ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

হাইকোর্টের রায় স্থগিত, তবে দায়িত্ব পালন করবেন জায়েদ খান

6 March 2022, 5:26:20

নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আজ সেটি ৪ সপ্তাহের জন্য স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্ট্যাটাসকো (স্থিতাবস্থা) জারি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আদালত বলেছেন, এ স্থিতাবস্থা চলাকালীন দায়িত্ব পালন করবেন জায়েদ খান।

হাইকোর্টের রায়ের স্থগিত চেয়ে নিপুণ আক্তারের আবেদনের শুনানির পর রবিবার এ আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

জায়েদ খানের পক্ষে শুনানি করেন আহসানুল করিম।
এদিকে নিপুণের আইনজীবী মোস্তফিজুর রহমান বললেন ভিন্ন কথা, ‘হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালত সাধারণ সম্পাদক পদে স্ট্যাটাসকো দিয়েছেন, এ আদেশের পর এখন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী নিপুণ আক্তার। ’

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘এ আদেশের ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। ’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: