ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

এফডিসির এমডি হওয়ার প্রশ্নে যা বললেন নায়ক আলমগীর

2 February 2022, 5:15:46

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের সদস্যরা।

শিল্পী সমিতির নির্বাচনের দিন পরিচালক-প্রযোজকদের এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ার ক্ষোভে এমডির কুশপুত্তলিকাও দাহ করেছেন তারা।

নুজহাত ইয়াসমিনের স্থলে এমডি হিসেবে কিংবদন্তি নায়ক আলমগীরকে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন ১৭ সংগঠনের সদস্যদের অনেকে।

বিষয়টি জেনেছেন আলমগীর। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আলমগীর। জানিয়েছেন, এমডি হওয়ার ইচ্ছা তার নেই।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলমগীর বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। তবে আমি মনে করি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা আমার নেই৷ এই পদে আসতে চাইলে আরও ৫-৭ বছর আগেই পারতাম।’

চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হওয়া উচিত এমন মন্তব্যের বিপরীতে এ অভিনেতা বলেন, ‘অতীতেও তো চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হয়েছে। ওয়াসীমুল বারী রাজীব, পীযূষ বন্দ্যোপাধ্যায়রা দায়িত্ব নিয়েছেন৷ তারা কি এফডিসিকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছিলেন? আজ দেখুন আমি তাদের সমালোচনা করছি৷ তিন বছর পর আপনারা আমার সমালোচনা করবেন।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: