ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

ডিপজলের অনুরোধে নির্বাচনে প্রার্থী মৌসুমী

20 January 2022, 6:41:07

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীদের পদচারণা বেড়েছে এফডিসিতে। প্রতিনিয়ত এখন নিজেদের তাবুতে ভোট প্রার্থী তারকারা বসে থাকছেন। মঙ্গলবার রাতে দেখা গেল জায়েদ মিশা প্যানেলের তাবুতে একসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মৌসুমীকে। মাঝেমধ্যেই হাসি ঠাট্টায় মেতে উঠছেন দুজন।পরে দুজনে কিছু সময়ের জন্য হাত ধরে একসঙ্গে হেঁটে নির্বাচনী প্রচারণা চালান।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবারের নির্বাচনে নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন ডিপজল ভাই। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তাঁর অনুরোধ রেখেই নির্বাচনে এসেছি। ‘

অবশ্য জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করতে ভুললেন না এ অভিনেত্রী। বললেন, ‘মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তো তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করেছে বলেই তাদের প্যানেলের যুক্ত হয়েছি। ‘

এদিন মনোয়ার হোসেন ডিপজলও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা হল মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমা চায়। আমি এরমধ্যে পাঁচটা সিনেমার কাজ শেষ করেছি। আরো ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা বেশকিছু সিনেমা বানানোর উদ্যোগ নিব, এজন্যই আমাদেরকে নির্বাচিত করতে হবে। ‘

এফডিসিতে নির্বাচনী প্রচারণার শেষ সময় রাত আটটা। সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে দুজনে হাত ধরে হেঁটে যান মান্না ডিজিটাল কালার ল্যাব পর্যন্ত। এসময় বিপক্ষ প্যানেলের প্রার্থী অভিনেতা ইমন এলে মৌসুমী নিজেদের প্রচারণায় তাঁকেও যুক্ত করে নেন।

এরপর গাড়িতে উঠে দুজনে বিদায় নেন ডিপজল ও মৌসুমী। অবশ্য এর আগে দুজনই সদ্য প্রয়াত অভিনেত্রী শিমুর স্মরণানুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: