- নিজের অবসরের ঘোষণা নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ
- সুনামগঞ্জের সাবেক এমপি মানিক গ্রেপ্তার
- নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি
- মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী
- জাতিসংঘে চিঠি দিয়ে সতর্ক করলেন ইমরান খান
- স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
- হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাইক ও মেনশন ফিচার যেভাবে কাজ করে
- সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিল সরকার
টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম: নায়িকা মিতু
ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। উপস্থাপনা দিয়ে পরিচিতি পেয়েছেন। তারপর ছোটপর্দায় করেছেন একাধিক কাজ। নায়িকা হিসেবে প্রথমেই শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মিতু। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। সিনেমার কিছু অংশের কাজ এখনো বাকি।
তারপর কলকাতার দেবের বিপরীতে ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমারও কিছু অংশের কাজ বাকি রয়ে গেছে। মূলত ভিসা জটিলতা আর পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে বাংলাদেশে আসতে পারছেন না দেব। সিনেমার বাকি অংশের কাজ বাংলাদেশেই হওয়ার কথা।
এদিকে শোনা যাচ্ছে ‘যন্ত্রণা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করবেন সাবেক এ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। তবে খবরটি সঠিক নয় বলে দেশীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন মিতু। তার ভাষায়, ‘আমার সঙ্গে আলোচনা হয়েছে। গল্প মনঃপুত না হওয়াতে কথা আর আগাইনি। গত বেশ কিছুদিনে ১০টি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। ওসব ছবিও আমার করাটা ঠিক হবে বলে মনে হয়নি।’
সাক্ষাৎকারে মিতু আরও বলেন, ‘চাইলে অনেক কাজ করতে পারি। এই মুহূর্তে আমি যে পর্যায়ে আছি, সেই পর্যায়েরই কাজ করব। হোক না আমার কাজ কম। আমি কিন্তু টাকার জন্য এ জগতে আসিনি। টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম। সম্মান ও মানুষের ভালোবাসা পেতে আমি এই অঙ্গনে কাজ করতে এসেছি।’
এর আগে সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে মিতু বলেছিলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার সময় প্রথম প্রেম জীবনে এসেছিল। আমরা খুব ওপেন রিলেশনশিপে ছিলাম। আমার ভালো লেগেছিল, আম্মুকে বলেছিলাম। আম্মু বলেছিল, তুমি দেখ যদি ভালো লাগে তাহলে আমরা কথা বলব। সাত বছর সম্পর্ক ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, আর সম্পর্কে জড়াতে চাই না।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: