- বঙ্গবন্ধুর দেশে কেউ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী
- বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তি সই
- কাতার থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন এখলাছ
- আদা-রসুনের খোসা ছাড়াতে নাজেহাল? জেনে নিন টিপস
- রাগ কমাবে ঝাল !
- মুক্তির আগেই নতুন নজির ‘চেঙ্গিজ’র
- ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-আফগানিস্থান, নিহত ১১
- সন্ধ্যায় জানা যাবে রমজান শুরু হচ্ছে কবে
- এই কয়েকটি খাবারেই বাড়বে ইমিউনিটি
- রাত জেগে স্মার্টফোন ব্যবহারে কী কী ক্ষতি হচ্ছে জানেন

তিনদিন ধরে নিখোঁজ অভিনেতা শামীম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তার স্ত্রী আশামনি। নাটকের কাজে সিলেট থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছেন।
সর্বশেষ ২০ মার্চ রাতে পরিবারের সঙ্গে শামীমের কথা হয়েছে। এরপর তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি।
আজ সন্ধ্যায় আশামনি বলেন, ‘১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে গিয়েছেন শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি। এমনকি তার ফোনও রেখে দেওয়া হয়। এরপর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়। বলে, সেখানকার থানায় অভিযোগ করেছেন তিনি। ফোন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। এটা ১৯ তারিখের ঘটনা। এর পরদিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ আমার সঙ্গে কথা বলেন। এরপর তিনি বাসাতেও ফেরেননি।’
পরবর্তী সময়ে বাসযাত্রীকে আশামনি ফোন দিলে তিনি বলেন, ‘শামীম ভাই আমার পাশের সিটেই বসেছিলেন। আমি টঙ্গীতে নেমে গেছি। উনি বাসেই ছিলেন।’
আশামনি আরও বলেন, ‘আমরা মালিবাগে থাকি। সেখানকার থানাতেও গিয়েছি। তারা বলেছেন, যেহেতু শামীম সর্বশেষ সিলেটে ছিলেন, সেখানকার থানায় ডায়েরি করতে হবে। এছাড়াও আত্মীয়-স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনও ক্ষতি করলো কিনা সে চিন্তা মাথায় কাজ করছে।’
স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা। কমেডি চরিত্রে টিভি নাটকে কাজ করার সুবাদে দারুণ জনপ্রিয় তিনি। অভিনয়ে তার পথচলার শুরু ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে। এরপর নিয়মিতই নাটকে কাজ করেছেন তিনি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: